ABP Ananda LIVE: রামনবমী উপলক্ষ্য়ে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বেহালা-কাশীপুর-বেলগাছিয়া থেকে সল্টলেক, রামনবমী উদযাপন সমিতির নামে পড়ছে পোস্টার, ব্য়ানার, হোর্ডিং। শোভাযাত্রার আমন্ত্রণ বার্তা পৌঁছে যাচ্ছে হোয়াটস-অ্য়াপেও। সূত্রের খবর, রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে তিন হাজার মিছিল হবে রবিবার। রাজ্য়জুড়ে এক লক্ষ পুজোর আয়োজন করা হবে। আগের বারের থেকে এবার চারশোর বেশি নতুন মিছিল হচ্ছে। রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে মিছিলেই বিভিন্ন জায়গায় অংশ নেবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা।